করোনা : প্রস্তুত শাবিপ্রবি, দিনে ১০০ নমুনা পরীক্ষায় সক্ষম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ১০:৫২ পিএম, ১২ এপ্রিল ২০২০

করোনাভাইরাস পরীক্ষার জন্য প্রস্তুত রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। এখানে দুইটি ল্যাবে প্রতিদিন কমপক্ষে ১০০ নমুনা পরীক্ষা করতে সক্ষম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষার জন্য দুইটি বিভাগের ল্যাবে রিয়েল টাইম পিসিআর মেশিন রয়েছে। দিনে এখানে কমপক্ষে ১০০টি নমুনা পরীক্ষা সম্ভব। বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫ জন দক্ষ শিক্ষক কাজ করতে প্রস্তুত আছেন। ল্যাবগুলোকে পরীক্ষা-নিরীক্ষার উপযোগী করে তুলতে খুব বেশি বিনিয়োগের প্রয়োজন নেই। সুরক্ষার জন্য যেটুকু বা যা প্রয়োজন তা করে নিতে পারব।’

অন্যদিকে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. শামসুল হক প্রধান বলেন, ‘দেশের এ সংকটে আমাদের ল্যাবে পিসিআর মেশিনে চলতি সপ্তাহ থেকে করোনাভাইরাস তথা ‘কোভিড-১৯’ পরীক্ষা করা যাবে। এখানে করোনাভাইরাস শনাক্তকরণের প্রয়োজনীয় যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য ও এক্সপার্ট হ্যান্ড রয়েছে।’

উল্লেখ্য, রোববার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাবিপ্রবিসহ দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়।

অন্য বিশ্ববিদ্যালয়গুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এফআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।