শেকৃবিতে করোনার ছোবল, আক্রান্ত ১

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শেকৃবি
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ২৪ এপ্রিল ২০২০

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর বোন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জানা যায় তিনি বিশ্ববিদ্যালয়ের প্ল্যান্ট প্যাথলজি বিভাগের একজন ল্যাব অ্যাসিস্ট্যান্টের বোন। তারা একসঙ্গে ক্যাম্পাসে থাকতেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রুহুল আমিন জাগো নিউজকে জানান, প্ল্যান্ট প্যাথলজি বিভাগের ল্যাব সহকারী প্রীতিলতার বোনের করোনার উপসর্গ দেখা দিলে নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য। করোনা পজিটিভ আসায় তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ওই স্থান লকডাউন করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি কমিউনিটি ট্রান্সমিশনের মাধ্যমে আক্রান্ত হয়েছেন।

তিনি আরও বলেন, আমরা সিটি করপোরেশনের মাধ্যমে ক্যাম্পাস প্রাঙ্গণে জীবাণুনাশক স্প্রে করার ব্যবস্থা করছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ জাগো নিউজকে বলেন, ইতোপূর্বেই ক্যাম্পাস লকডাউন ঘোষণা করে কঠোর ব্যবস্থা নিয়েছিলাম। তা সত্ত্বেও একজন আক্রান্ত হলো। বিভিন্ন স্থান থেকে ত্রাণ আনতে গিয়ে তিনি আক্রান্ত হয়ে থাকতে পারেন। আমরা নিজে থেকে সচেতন না হলে এই পরিস্থিতি মোকাবিলা করা কঠিন।

উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয়ে অবস্থান করা একজন বহিরাগত তার কর্মস্থল থেকে করোনায় আক্রান্ত হলে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়।

মো. রাকিব খান/এমএফ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।