করোনায় আক্রান্ত ইবি শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের (২০১৮-১৯ সেশন) শিক্ষার্থী।
গত ২০ এপ্রিল তার করোনা টেস্টে পজিটিভ রিপোর্ট আসে বলে বিভাগ সূত্রে জানা গেছে। বর্তমানে তিনি ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ওই শিক্ষার্থীর বিভাগ সূত্রে জানা যায়, করোনাভাইরাস প্রাদুর্ভাবে ক্যাম্পাস বন্ধ ঘোষণার পরই ওই শিক্ষার্থী তার নানা বাড়ি ঢাকার টিকাটুলিতে যায়। এসময় তিনি বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেয়। পরে তার এক মামার করোনার লক্ষণ দেখা দিলে তার রিপোর্ট নেগেটিভ আসে।
এরপর তার নানার (৮০) একই লক্ষণ দেখা দিলে এসময় তার রিপোর্ট পজিটিভ আসে। পরে তিনি ও তার ছোট ভাইয়ের শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। কিছুদিনের মধ্যে তারা সুস্থ হয়ে ওঠে। কিন্তু সুস্থ হওয়ার পরেও কৌতুহলবশত করোনা টেস্ট করান তিনি। পরে নমুনা পরীক্ষায় তার ও ছোট ভাইয়ের রিপোর্ট পজিটিভ আসে।
এ বিষয়ে আক্রান্ত শিক্ষার্থীর নিজ বিভাগ ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি ড. মোস্তাফিজুর রহমান বলেন, আমি প্রতিনিয়ত খোঁজ রাখছি। কয়েকটি টেস্টে দেখা গেছে অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে। আশা করি সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।
বিশ্ববিদ্যালয়ের করোনা প্রতিরোধ সেলের আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন বলেন, তার (শিক্ষার্থী) এক্স-রে রিপোর্ট অনুযায়ী ফলাফল সন্তোষজনক। সে সুস্থ হওয়ার পথে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর করোনা থেকে বাঁচার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
এমএএস/জেআইএম