পরিবারের ৪ সদস্যসহ করোনায় আক্রান্ত শেকৃবি শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ২৮ এপ্রিল ২০২০

পরিবারের ৪ সদস্যসহ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিজ বাসা কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামে থাকা অবস্থায় তিনি করোনায় আক্রান্ত হন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ৩য় বর্ষের শিক্ষার্থী তিনি।

বিষয়টি নিশ্চিত করে ওই শিক্ষার্থী বলেন, কয়েক দিন আগে ঢাকাফেরত ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্য আমার মামা আমাদের বাসায় এসেছিলেন । তিনি করোনা আক্রান্ত হওয়ার খবর শোনার পর আমাদের পরিবারের সবাই স্বাস্থ্য পরীক্ষা করি। গতকাল সোমবার জানতে পারি, পরিবারের ৫ জনেরই ফলাফল পজেটিভ এসেছে। তবে এখনও কেউ গুরুতর অসুস্থ হয়নি। বাসা লকডাউন করা হয়েছে। আমরা সবাই এখন বাসায় অবস্থান করছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. ফরহাদ হােসাইন বলেন, আমি বিষয়টি জানি না। ওই শিক্ষার্থী আমাদের সঙ্গে এখনও যোগাযোগ করেনি। কোনো দরকারে যোগাযোগ করলে আমরা দেখবো।

মো. রাকিব খান/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।