এক সপ্তাহে সহিংসতা কমলেও পাওনার দাবিতে অসন্তোষ বেড়েছে

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণরোধ ঠেকাতে চলমান লকডাউনের মধ্যে সামাজিক সহিংসতা গত সপ্তাহ থেকে কিছুটা কমলেও এ সপ্তাহে ত্রাণ, সহায়তা, বেতন, বোনাস ও ত্রাণ বিতরণে দুর্নীতির বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের (সিজিএস) একটি প্রকল্প বাংলাদেশ পিস অবজারভেটরি (বিপিও)।

মঙ্গলবার (১৯ মে) করোনা সময়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রকাশ করা নিয়মিত প্রতিবেদনের ১০ থেকে ১৬ পর্যন্ত সাপ্তাহিক হাইলাইটসে এ তথ্য প্রকাশ করা হয়।

গবেষণাতে দেখা গেছে, করোনা সংশ্লিষ্ট কারণে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে অসন্তোষের হার ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সারাদেশে ৮৯টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫০ শতাংশ ত্রাণ, খাদ্য ও সহায়তার দাবিতে, ৩৮ শতাংশ অপরিশোধিত বেতন পরিশোধ করার দাবিতে, ১০ শতাংশ ত্রাণ বিতরণে দুর্নীতির প্রতিবাদে এবং ২ শতাংশ লকডাউনের নিয়ম সংশ্লিষ্ট কারণে হয়েছে।

৮৯টি অসন্তোষের মধ্যে প্রথম স্থানে রয়েছে ঢাকা বিভাগ, ঘটনা ঘটেছে ৩৮টি। দ্বিতীয় স্থানে আছে রংপুর বিভাগ। ঘটনা ঘটেছে ২১টি, তৃতীয় স্থানে রয়েছে খুলনা বিভাগ। ঘটনা ঘটেছে ১৩টি। সবচেয়ে কম ঘটনা ঘটেছে সিলেট বিভাগে, ১টি।

এছাড়া সামাজিক বিরোধ গত সপ্তাহের তুলনায় ৪২ শতাংশ বেড়েছে। সারাদেশে মোট ১৩৯টি ঘটনা ঘটেছে। এর মধ্যে চিকিৎসকের প্রতি অবহেলা ও করোনা আক্রান্ত না হওয়া সত্ত্বেও চিকিৎসা না পাওয়ার ঘটনা সবচেয়ে বেশি।

এছাড়াও করোনা নিয়ে গুজব ছড়ানোই ৮১টি ঘটনায় ৮৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৩৪টি ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে আর ৬টি রাজশাহী বিভাগে।

তবে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর হার ১২ শতাংশ কমেছে। এ সপ্তাহে করোনা উপসর্গ নিয়ে ৭৮ জন মৃত্যুবরণ করেছে।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।