জাবিতে সব ধরনের পরীক্ষা স্থগিত

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সব ধরনের বিভাগের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটের সব ধরনের পরীক্ষা পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। পাশাপাশি উইকেন্ড এবং ইভিনিং প্রোগ্রামের পরীক্ষাও স্থগিত থাকবে।
এর আগে গতকাল সোমবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ১৭ মে থেকে সব হল ও ২৪ মে থেকে ক্লাস-পরীক্ষা শুরুর ঘোষণা দেন। তবে এর আগে পরীক্ষা না নেয়ারও নির্দেশ দেন তিনি।
ফারুক হোসাইন/এসজে/এমকেএইচ