সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ পরিদর্শন প্রতিরক্ষা সচিবের

সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) পরিদর্শন করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল।
সোমবার (৮ নভেম্বর) মিরপুর সেনানিবাসে অবস্থিত ডিএসসিএসসি পরিদর্শন করেন তিনি। এ সময় ডিএসসিএসসির কমান্ড্যান্ট মেজর জেনারেল মুহাম্মাদ যুবায়ের সালেহীন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিরক্ষা সচিব ডিএসসিএসসির বিভিন্ন কার্যক্রমপরিদর্শন করেন এবং সেখানকার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ ছাড়া তিনি ডিএসসিএসসিতে চলমান উন্নয়ন কার্যক্রমগুলো সরেজমিনে পরিদর্শন করেন। তিনি প্রতিষ্ঠানটির উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশ্বাস ব্যক্ত করেন।
এমইউ/এমএএইচ/জিকেএস