শাবিপ্রবিতে ফেনসিডিলসহ আটক দুই গার্ডের বিরুদ্ধে মামলা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস থেকে ফেনসিডিলসহ আটক দুই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) নগরীর জালালাবাদ থানায় মাদক আইনে মামলাটি করেন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে আটক নিরাপত্তারক্ষী জাহিদুর রহমান ও জুমান আহমদকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এক শিক্ষককে ফেনসিডিল দিতে গিয়ে শিক্ষার্থীদের হাতে নিরাপত্তারক্ষী জাহিদুর রহমান আটক হন। সোমবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডরমেটরিতে এক শিক্ষককে ফেনসিডিল দিতে যাওয়ার সময় শিক্ষার্থীরা জাহিদুর রহমানকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন।
মোয়াজ্জেম আফরান/শাবিপ্রবি প্রতিনিধি