ঢাবিতে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষা দিলেন ১৮০০০ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রে ২০২১-২২ শিক্ষাবর্ষের নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাতটি একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১৮ হাজার ২৬ জন শিক্ষার্থী।
শুক্রবার (২০ মে) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী জাগো নিউজকে বলেন, ‘কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।’
আল সাদী ভূঁইয়া/এএএইচ/জেআইএম