চবির ৫ ছাত্রলীগ কর্মীকে স্থানীয়দের মারধর, ক্যাম্পাসে উত্তেজনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের কয়েকজন কর্মীকে স্থানীয়দের মারধরের জেরে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
রোববার (২২ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটে পাঁচ ছাত্রলীগ কর্মীকে এলোপাতাড়ি মারধর করেন স্থানীয় কয়েকজন।
ক্যাম্পাস সূত্র জানায়, দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় ছাত্রলীগের উপ-গ্রুপ বিজয়ের দুই কর্মী মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি রিকশা পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ ওই দুই ছাত্রলীগকর্মী পড়ে যান।
এ ঘটনায় ওই ছাত্রলীগকর্মী ও রিকশার স্থানীয় দুই যাত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে আরও কয়েকজন ছাত্রলীগকর্মী বিষয়টি মীমাংসা করতে গেলে স্থানীয় বেশ কিছু লোকজন জড়ো হয়ে তাদের মারধর করেন।
এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিজয় গ্রুপের শতাধিক নেতাকর্মী আলাওল হলে জড়ো হন। পরে রামদা, স্টাম্পসহ লাঠিসোটা নিয়ে ছাত্রলীগের কর্মীরা গ্রামে ঢুকে কিছু বাড়িঘর ভাঙচুর করেন। পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
বিজয় উপ-গ্রুপের নেতা মো. ইলিয়াস জাগো নিউজকে বলেন, ‘কথা-কাটাকাটিতে এলাকাবাসী মারধর করবে এটা দুঃখজনক। তাদের আরও সহনশীল হওয়া উচিত। বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে।’
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিউদ্দিন সুমন জাগো নিউজকে বলেন, ‘পরিস্থিতি এখন শান্ত। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রামের জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলা হচ্ছে। আশা করছি সমাধান করা যাবে।’
রোকনুজ্জামান/এসআর/জেআইএম