ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ হাসান আলী আর নেই

ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ হাসান আলী
ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ হাসান আলী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) শনিবার ( ৬ আগস্ট) সকাল ১০টার দিকে রাজধানীর উত্তরায় নিজ বাসায় ৭৮ বছর বয়সে তার মৃত্যু হয়।
পদার্থবিজ্ঞানের এ সাবেক অধ্যাপক স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন ৷ তাঁর বড় মেয়ে অস্ট্রেলিয়া ও ছোট মেয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী বলে জানা গেছে৷
অধ্যাপক হাসান আলীর ভাগনে নাফিস ইনতিসার বলেন, শনিবার বিকেলে উত্তরার ১২ নম্বর সেক্টরে মামার দাফন সম্পন্ন হয়েছে৷ তিনি দীর্ঘদিন ধরে কিডনির পাশাপাশি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন।
মোহাম্মদ হাসান আলী ২০০২ সালের ১ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর আটদিন ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন৷
নাহিদ হাসান/এসএএইচ/এএসএম