এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট শুরু

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) চার দিনব্যাপী কম্পিউটার গেমিং বিষয়ক প্রতিযোগিতা ‘এআইইউবি সাইবার গেমিং ফেস্ট-২০২২’ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলার প্রফেসর ড. মো. আবদুর রহমান। এআইইউবি কম্পিউটার ক্লাবের (এসিসি) উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।
এসময় এআইইউবির ট্রেজারারসহ বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষকসহ সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ প্রতিযোগিতায় একশটি স্কুল ও কলেজের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রতিযোগিতায় এবারের গেমগুলি হলো– ডোটা-২, ভালোরান্ট, ফিফা, ফুটবল পিইএস ২০২৩, বাঙবাঙ, নিড ফর স্পিড ইত্যাদি।
এ ইভেন্টে স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে ছিল গিগাবাইট, ওরাস, ক্লাব জি ওয়ান আইটি। আগামী ৪ ডিসেম্বর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আরএডি/জিকেএস