চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
আইইয়ার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নবম ব্যাচ ‘নিধিশিখা’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইয়ার) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে সপ্তম ব্যাচের টিম টাইফুন্সকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নবম ব্যাচ নিধিশিখা।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রব হলের মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচের উদ্বোধন করেন সহযোগী অধ্যাপক জাকির হোসাইন।
তুমুল লড়াইয়ে ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য ড্র হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই চমৎকার একটি গোল করে নিধিশিখাকে এগিয়ে দেন ক্যাপ্টেন আরাফাত হৃদয়। কিছুক্ষণের মধ্যেই গোল করে টাইফুন্সকে সমতায় ফেরান দলের ফরওয়ার্ড রাকিবুল হাসান। খেলার শেষ মুহূর্তে শাহ জালাল শাহিনের গোলে চ্যাম্পিয়ন হয় নিধিশিখা।
ম্যান অব ট্য ফাইনাল এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হন নিধিশিখার ক্যাপ্টেন আরাফাত হৃদয়।
এসআর