শাহজালাল বিশ্ববিদ্যালয়
মুক্তিযুদ্ধবিষয়ক শব্দ দিয়ে বঙ্গবন্ধু হলের রিডিং রুমের নামকরণ

বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের চেতনাকে শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে ‘অমর একুশে’, ‘স্বাধীনতা’ ও ‘বিজয় একাত্তর’ নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের রিডিং রুমের নামকরণ করা হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে হল প্রভোস্ট বডির উদ্যোগে এ তিনটি নামফলক রিডিং রুমের সামনে লাগানো হয়েছে বলে জানান প্রভোস্ট সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম।
তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই। মুক্তিযুদ্ধের চেতনাকে শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে আমাদের দায়িত্বের জায়গা থেকে রিডিং রুমের নামকরণ করেছি।
প্রভোস্ট আরও বলেন, আমরা খুব দ্রুত হলটির গেস্টরুমকে ‘জয় বাংলা’ নামে নামকরণ করবো। ‘জয় বাংলা’ হচ্ছে বাংলাদেশের জাতীয় স্লোগান। মুক্তিযুদ্ধের সঙ্গে ‘জয় বাংলা’ স্লোগানের সম্পর্ক রয়েছে।
নাঈম আহমদ শুভ/এসআর/এমএস