২৫ বছরে পদার্পণ করলো ‘থিয়েটার সাস্ট'
অডিও শুনুন
২৫ বছরে পদার্পণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম নাট্যবিষয়ক সংগঠন ‘থিয়েটার সাস্ট’।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় কেক কেটে দিবসটি উদযাপন করে সংগঠনের সদস্যরা।
এসময় সংগঠনের উপদেষ্টা অধ্যাপক আমিনা পারভিন, সভাপতি মেহেদী হাসান মিঠু, সাধারণ সম্পাদক সাকিবুল হাসান সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনের উপদেষ্টা অধ্যাপক আমিনা পারভিন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে থিয়েটার সাস্ট সাফল্যের সঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আশা করি আগামীতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে।
সংগঠনের সভাপতি মেহেদী হাসান মিঠু বলেন, সংস্কৃতি চর্চায় থিয়েটার সাস্ট শুরু থেকেই অবদান রেখে যাচ্ছে। নাট্যবিষয়ক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সমাজের চিত্র তুলে ধরার চেষ্টা করে সংগঠনের সদস্যরা। আমরা এর কার্যক্রম আরও এগিয়ে নিতে চাই।
নাঈম আহমদ শুভ/আরএইচ/জেআইএম