ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে জাবি ছাত্রলীগের বিক্ষোভ

দেশব্যাপী বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে ঘণ্টাব্যাপী চলা এ বিক্ষোভে দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। এতে সড়কে যানজট দেখা দেয়।
অবরোধে আটকা পড়া এক যাত্রী বলেন, ‘রাজনৈতিক দলগুলোর রোষানলে পড়ে সাধারণ মানুষ সমস্যার মুখোমুখি হচ্ছি। একঘণ্টা ধরে গাড়িতে বসে থেকে অধৈর্য হয়ে এখন হেঁটে যাচ্ছি।’
জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল জাগো নিউজকে বলেন, ‘বিএনপির সব ষড়যন্ত্র রুখে দেওয়ার লক্ষ্যে ছাত্রলীগ ঐক্যবদ্ধ ও প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপি নতুন করে বাংলাদেশকে বিশ্বের বুকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে। তারা দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও নয়াপল্টনে পুলিশের ওপর হামলা করেছে। এর প্রতিবাদে আমরা অবরোধ কর্মসূচি পালন করেছি।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ রনি হোসেন জাগো নিউজকে বলেন, ‘আমরা শাখা ছাত্রলীগের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেছি। তারা অল্পসময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক করার প্রতিশ্রুতি দেয়। সে অনুযায়ী কিছুক্ষণের মধ্যে তারা অবরোধ কর্মসূচি শেষ করে।’
মাহবুব সরদার/এসজে/এএসএম