সফলতা এলেও যুদ্ধ এখনো শেষ হয়নি: রাবি সমন্বয়ক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৪:০১ পিএম, ০৬ আগস্ট ২০২৪

সফলতা এলেও যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ফাহিম রেজা।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সমন্বয়ক ফাহিম রেজা বলেন, ‘দেশে আর কোনো স্বৈরাচারী শাসক যেন প্রতিষ্ঠিত হতে না পারে। দেশের সব ধরনের বৈষম্য যেন দূর হয়। ন্যায়বিচার যেন প্রতিষ্ঠিত হয়, সেজন্য এই যুদ্ধ। দেশে বৈষম্য দূর করতে শত শত শহীদের আত্মত্যাগ।’

এরআগে দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে আসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা। এসময় তারা রাজশাহীর সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে কথা বলেন। পরে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে রাজশাহীতে প্রথম নিহত বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাসান আনজুমের মরদেহ বুঝে নেন।

এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী সজিবসহ আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সাখাওয়াত হোসেন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।