জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নতুন দুই উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব শাহীনুর ইসলাম সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।
নিয়োগপ্রাপ্তরা হলেন উপ-উপাচার্য (প্রশাসন) পদে বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহফুজুর রহমান এবং কোষাধ্যক্ষ গণিত বিভাগের অধ্যাপক আব্দুর রব।
প্রজ্ঞাপনে বলা হয়, তাদের এ নিয়োগ চার বছরের জন্য হলেও রাষ্ট্রপতি বা আচার্য যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। তাদের বেতন হবে বর্তমান বেতনের সমান। তারা বিশ্ববিদ্যালয়ের আইন-বিধি ছাড়াও উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।
গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার সরকারের সময় বিভিন্ন পদে নিয়োগ পাওয়া ব্যক্তিরা পদত্যাগ করতে থাকেন। এর ধারাবাহিকতায় ৭ আগস্ট জাবির উপাচার্য, ১৩ আগস্ট উপ-উপাচার্য (শিক্ষা) এবং ১৯ আগস্ট উপ-উপাচার্য (প্রশাসন) ও কোষাধ্যক্ষ পদত্যাগ করেন।
সৈকত ইসলাম/এসআর/জিকেএস