ঢাবিতে জড়ো হচ্ছেন ছাত্ররা, যাবেন জাতীয় পার্টির বিজয়নগর অফিস
বিজয়নগরে জাতীয় পার্টির সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার জেরে বিজয়নগর এলাকায় যেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে তাদের রাজু ভাস্কর্যে জড়ো হয়ে জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ বেশ কয়েকজন ফেসবুকে পোস্ট দিয়ে শিক্ষার্থীদের রাজু ভাস্কর্যে আসার আহ্বান জানান।
রাজু ভাস্কর্য এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার জাগো নিউজকে বলেন, আজ আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি শান্তিপূর্ণ মিছিল ছিল। যেখানে নাগরিক কমিটিসহ আরও বেশ কয়েকটি সংগঠন ছিল। তাদের ওপর জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা করে অনেককে আহত করেছে। শুনেছি সেখানে যুবলীগের নেতাকর্মীরাও ছিল।
তিনি বলেন, আমরা এখান থেকে মিছিল নিয়ে যাবো। জাতীয় পার্টির অফিস সিলগালা করবো। বাংলাদেশে কোনো ধরনের পরাজিত শক্তি ও দালালদের স্থান হবে না।
এমএইচএ/এমএইচআর/জেআইএম