দাবি পূরণে সচিবালয় অভিমুখে যাত্রার হুমকি জগন্নাথের শিক্ষার্থীদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনশনরত শিক্ষার্থীরা তিন দফা দাবি পূরণে এক ঘণ্টার আলটিমেটাম দিয়ে দুপুর দেড়টায় সচিবালয় অভিমুখে যাত্রার কর্মসূচি ঘোষণা করেছে।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে অনশনরত শিক্ষার্থীরা এই কর্মসূচির ঘোষণা দেন।
আরও পড়ুন
ফয়সাল মুরাদ নামের অনশনরত এক শিক্ষার্থী বলেন, আমরা এখনো প্রশাসন থেকে সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাইনি। আমাদের অনশন চলমান। যদি দেড়টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মন্ত্রণালয় না বসে তাহলে আমরা অনশন নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করব।
অনশনরত আরেক শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, এবার লিখিতভাবে দাবি পূরণ না হলে আমরা আর ফিরব না। আমরা ঠিক দেড়টায় যাত্রা শুরু করব।
এর আগে গতকাল রোববার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর ও অস্থায়ী আবাসনের দাবিতে গণঅনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানান তারা।
আরএএস/এএমএ/জেআইএম