ঢাবির সাবেক উপাচার্য আনোয়ারউল্লাহ চৌধুরীর বইয়ের মোড়ক উন্মোচন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ১৬ জানুয়ারি ২০২৫
নতুন বইসহ আনোয়ারউল্লাহ চৌধুরী ও আগত অতিথিরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য এবং নৃবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী রচিত ‘নৃবিজ্ঞানের তত্ত্ব ও মতবাদ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রাফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা ইরশাদ নাসির। এছাড়া, বই রচনার প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন গ্রন্থের রচয়িতা অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী। নৃবিজ্ঞান বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ লেখকের বর্ণাঢ্য জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী একজন মুক্তিযোদ্ধা ও রাজনৈতিকভাবে সচেতন ব্যক্তি। তিনি নানা গুণে গুণান্বিত একজন শিক্ষক ও গবেষক। তার লেখার মধ্যে যেমন সৃজনশীলতা রয়েছে, তেমনি রয়েছে বহুমাত্রিকতা।

তিনি বলেন, বাংলা ভাষায় রচিত অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরীর এই বই দেশের উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং নৃবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী একজন বিশিষ্ট শিক্ষাবিদ, মানববিজ্ঞানী ও লেখক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুদীর্ঘ ৪২ বছর শিক্ষকতার পাশাপাশি তিনি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি অসংখ্য গবেষণা প্রবন্ধসহ প্রায় ২৪টি গ্রন্থ রচনা করেছেন। ‘অনন্যা প্রকাশনী’ তার নতুন বইটি প্রকাশ করেছে। চারটি অধ্যায়ে রচিত বইটিতে বিবর্তনবাদী মতবাদ, ব্যাপ্তিবাদী মতবাদ, ক্রিয়াবাদী মতবাদ এবং সংস্কৃতি ও ব্যক্তিত্ব মতবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

এমএইচএ/এএমএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।