ভারতে বাংলাদেশি নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে নির্মমভাবে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে রাজু ভাস্কর্যে জড়ো হয় সংগঠনের নেতাকর্মীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক জাহিদ আহসান সমাবেশে সঞ্চালনা করেন।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী ইফতি বলেন, আমরা চাই রাষ্ট্রীয়ভাবে নতজানু না হয়ে যেন এ অপরাধের বিচার নিশ্চিত করা হয়। এর জন্য রাষ্ট্রীয়ভাবে যেন একটা জোরালো পদক্ষেপ নেওয়া হয়। আমরা চাই আমাদের রাজনৈতিক দলগুলো এই বিষয় নিয়ে কথা বলুক। বাংলাদেশসহ অন্য যেকোনো রাষ্ট্রে কোনো নারী যেন কখনো ধর্ষিত না হয়।
- আরও পড়ুন>>>
ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজের আহ্বায়ক আফজাল হোসেন রাকিব বলেন, ভারতে আজকে আমাদের একজন বোনকে হত্যা করা হয়েছে। ভারতের আগ্রাসনবাদীরা যদি এখনো মনে করে থাকে যে এদেশে এখনো অপসংস্কৃতি, দুর্নীতি প্রবেশ করাবে তাহলে তারা এখনো বোকার স্বর্গে বাস করছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের দোসর মাথা তুলে দাঁড়াতে পারবে না।
বিক্ষোভ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএইচএ/এসআইটি/জেআইএম