শ্রমিক নেতা হাফিজুর রহমান আর নেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০২:৩১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৭

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও খুলনা জেলা সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড হাফিজুর রহমান ভূঁইয়া (৭৬) রোববার বেলা পৌনে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কমরেড হাফিজুর রহমান জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও পাট-সুতা-বস্ত্রকল সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত বছরের ১৬ সেপ্টেম্বর কমরেড হাফিজুর রহমান ভূঁইয়াকে দিল্লির বিএলকে হাসপাতালে লিভারের টিউমার অস্ত্রোপচার হয়। সেখান থেকে ফিরে এসে পরবর্তীতে চেকআপের জন্য ২৮ ডিসেম্বর দিল্লির হাসপাতালে ভর্তি হতে দেশ ত্যাগ করেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৩ জানুয়ারি তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। গত শুক্রবার একই অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি স্ত্রী, ১ মেয়ে ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার ঢাকায় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শেষ শ্রদ্ধা জানানোর পর তার মরদেহ খুলনায় আনা হবে। মঙ্গলবার সকাল ১০টায় খুলনার শহীদ হাদিস পার্কে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য রাখা হবে।

সেখানে শ্রদ্ধা ও জানাজা শেষে পর্যায়ক্রমে খালিশপুর প্লাটিনাম ময়দান, দৌলতপুর শহীদ মিনার চত্বর, আলীম-ইস্টার্ন চত্বর, ফুলতলা পার্টি অফিস, ফুলতলা উপজেলা ডাবুর মাঠে শ্রদ্ধাঞ্জলি ও জানাজা শেষে উপজেলা সরকারি কবরস্থানে সমাধিস্থ করা হবে।

এদিকে কমরেড হাফিজুর রহমানের মৃত্যুর খবর খুলনায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। বিশেষ শিল্পাঞ্চল এলাকায় শ্রমিকরা কান্নায় ভেঙে পড়েন। প্রয়াত কমরেডের মৃত্যুতে শোক প্রকাশ করেছে খুলনা জেলা ওয়ার্কার্স পার্টি, আওয়ামী লীগ, ১৪ দলসহ খুলনার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলমগীর হান্নান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।