Jago News logo
Banglalink
ঢাকা, মঙ্গলবার, ২৭ জুন ২০১৭ | ১৩ আষাঢ় ১৪২৪ বঙ্গাব্দ

বৃষ্টির পানিতে ভাসছে চট্টগ্রাম


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশিত: ০২:২৫ পিএম, ২১ এপ্রিল ২০১৭, শুক্রবার | আপডেট: ১১:৪২ পিএম, ২১ এপ্রিল ২০১৭, শুক্রবার
বৃষ্টির পানিতে ভাসছে চট্টগ্রাম

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা। শুক্রবার সকাল থেকে হাঁটু থেকে কোমরপানিতে ডুবে আছে সড়ক। প্রধান সড়ক থেকে অলিগলি এমনকি ঘরবাড়িতেও ঢুকে পড়েছে পানি।

পানিতে আটকা পড়েছে শত শত যানবাহন। ঝড়বৃষ্টির মধ্যে নগরীর বিভিন্ন এলাকা সকাল থেকেই বিদ্যুৎহীন। চরম ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ।

পতেঙ্গা আবহাওয়া দফতর জানিয়েছে, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় চট্টগ্রামে ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ শেখ ফরিদ আহম্মদ বলেন, কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। এতে সমুদ্রবন্দরের জন্য কোনো সংকেত নেই।

মূলত ভোর ৬টা থেকে এই বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। কালবৈশাখীর বৃষ্টিতে নগরের মুরাদপুর, ষোলশহর, প্রবর্তক মোড়, জিইসি, বহদ্দারহাট, চান্দগাঁও, হেমসেন লেন, হালিশহর, বাকলিয়া, আগ্রাবাদ, শুলকবহর, কাপাসগোলা, সিডিএ আবাসিক এলাকা পতেঙ্গাসহ বিভিন্নস্থান হাঁটু থেকে কোমরপানিতে তলিয়ে যায়।

প্রবর্তক মোড়, জিইসি মোড়, মুরাদপুর ও ষোলশহর এলাকায় রাস্তায় পানি ওঠার কারণে শত শত যানবাহন আটকা পড়ে। যান চলাচলও বন্ধ হয়ে যায়।

নগরের হেমসেন লেন, চকবাজার, বাকলিয়াসহ বিভিন্ন স্থানে বাসাবাড়িতে পানি ঢুকে যায়।

এফএ/এমএস

আপনার মন্তব্য লিখুন...

Jagojobs