সিলেটে সরকারি পুকুর থেকে গ্রেনেড উদ্ধার

ফাইল ছবি
সিলেট নগরের কাজলশাহ এলাকার সরকারি পুকুর থেকে একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে পুকুর সেঁচের সময় পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে এটি মুক্তিযুদ্ধের সময়কালীন গ্রেনেড হতে পারে।
মহানগরের কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল হোসেন জানান, গ্রেনেডটি উদ্ধার করে বোমা ডিস্পোজাল দলের কাছে দেয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার কাজলশাহ এলাকার সরকারি এই পুকুরটি সেঁচা হচ্ছিল। এ সময় গ্রেনেডটি পাওয়া যায়। পরে স্থানীয় কাউন্সিলর অামজাদ হোসেন অাবজাদ বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে বিকেল ৪টার দিকে সেটি উদ্ধার করা হয়।
ছামির মাহমুদ/এফএ/এমএস