ভিমরুলের কামড়ে প্রাণ গেল তামিমের

ফাইল ছবি
নাটোরের সিংড়ায় ভিমরুলের কামড়ে আহত তামিম হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
এর আগে শুক্রবার বিকেলে খেলা করার সময় তাকে ভিমরুল কামড় দেয়। তামিম ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
তামিমের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাড়ির পাশে খেলা করছিল সে। এক পর্যায়ে বাগান থেকে গাছের পাতা ছিঁড়তে গেলে তাকে ভিমরুল কামড় দেয়। পরে এক গ্রাম্য চিকিৎসকের চিকিৎসা দিয়ে তামিমকে বাড়ি আনা হয়। কিন্তু রাতভর যন্ত্রণায় ছটফট শেষে ভোর রাতে তার মৃত্যু হয়।
ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএম আবুল কালাম শিশু তামিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি এলাকায় ভিমরুলের সব বাসা অপসারণের নির্দেশ দিয়েছেন।
এফএ/এমএস