গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিরাপদ সড়কের দাবিতে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-জয়দেবপুর সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, সিটি কলেজসহ আশপাশের বেশ কয়েকটি কলেজ থেকে শিক্ষার্থীরা চান্দনা চৌরাস্তায় এসে জড়ো হয়। তারা চান্দনা চৌরাস্তার মোড়ে বৃত্তাকার হয়ে দাঁড়িয়ে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করতে থাকে। এ সময় শিক্ষার্থীরা চান্দনা চৌরাস্তা এলাকায় অবরোধ করে।
এ ব্যাপারে বাসন থানা পুলিশের ওসি মুক্তার হোসেন জানান, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা মহাসড়কে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে রেখেছে। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চলছে।
আমিনুল ইসলাম/এফএ/জেআইএম