রাত পোহালেই ৭ কলেজের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

আগামীকাল থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ভর্তি পরীক্ষা। প্রথম দিনেই ‘সি’ ইউনিটের (বাণিজ্য অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকাল ১০টা থেকে শুরু হয়ে ভর্তি পরীক্ষা চলবে বেলা ১১টা পর্যন্ত। তবে সকাল ৯টা ৩০ মিনিটের পূর্বেই পরীক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অন্যথায় তাকে হলে প্রবেশ করতে দেয়া হবে না।
এবার সাত কলেজের বাণিজ্য অনুষদের মোট পাঁচ হাজার ২১০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২১ হাজার ৮৭৬টি।
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ইউনির্ভাসিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, উদয়ন স্কুল, নীলক্ষেত হাই স্কুল, গভর্মেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে আগামীকালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষা থাকায় সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজে আগামীকালের ভর্তি পরীক্ষার কেন্দ্র রাখা হয়নি।
ভর্তি পরীক্ষার সামগ্রিক বিষয়ে জানতে চাইলে সাত কলেজের ফোকাল পয়েন্ট ও কবি নকরুল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আই কে সেলিম উল্লাহ খন্দকার জাগো নিউজকে বলেন, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রশাসন। আশা করি সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষ সম্পন্ন হবে।
বিএ