ফেনীতে পারিবারিক কোয়ারেন্টাইনে ৬৬ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ১৫ মার্চ ২০২০

করোনাভাইরাস সংক্রমণ সন্দেহে ফেনীতে ১০ প্রবাসীসহ ৬৬ জনকে পারিবারিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রোববার জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফেরত আসা ১০ প্রবাসীকে পরিবারের সদস্যসহ নিজ গৃহে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। এদের মধ্যে ৮ জন ইতালি ফেরত, একজন কুয়েত ও একজন চীনফেরত প্রবাসী রয়েছেন। প্রবাসীদের সঙ্গে তাদের পরিবারের ৫৬ জন সদস্যকেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ওই পরিবারগুলোর কোয়ারেন্টাইন নিশ্চিত করতে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বাস্থ্য বিভাগের লোকজন কাজ করছে। তবে বিমানবন্দরে চেকপোস্টে তাদের কারও মাঝে করোনারভাইরাস পাওয়া যায়নি।

রাশেদুল হাসান/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।