খুলনায় সাতজন হোম কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১৬ মার্চ ২০২০
প্রতীকী ছবি

করোনাভাইরাস প্রতিরোধে খুলনায় বিদেশফেরত সাতজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সিঙ্গাপুর, ওমান ও ভারত থেকে দেশে ফিরেছেন তারা।

হোম কোয়ারেন্টাইনে রাখা প্রবাসীদের পাঁচজন খুলনার তেরখাদা উপজেলার বাসিন্দা; তারা সম্প্রতি সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। দাকোপ উপজেলায় দুজন রয়েছেন। এর মধ্যে একজন ওমান থেকে অপর জন ভারত থেকে এসেছেন।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, বিদেশফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। নিজ নিজ বাড়িতেই অবস্থান করছেন তারা। পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে তারা কোরোনায় আক্রান্ত নন। সতর্কতা অবলম্বন করে তাদেরকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। খুলনায় এখন পর্যন্ত কোরোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি।

আলমগীর হান্নান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।