করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১২:৩৮ এএম, ২০ মার্চ ২০২০

করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে মো. মেরাজ আল সাদী (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ খুলনা।

বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে নগরীর খালিশপুর থানার মুজগুন্নী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গুজব ছড়ানোর কথা স্বীকার করেছে।

র‌্যাব-৬ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে র‌্যাব-৬, খুলনার একটি দল মহানগরীর মুজগুন্নী এলাকা থেকে করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে ওই যুবককে গ্রেফতার করে।

তার কাছ থেকে দুটি মোবাইলফোন, তিনটি সিমকার্ড, একটি মেমোরি কার্ড ও দুই কপি গুজব ছড়ানো স্ক্রিনশট জব্দ করা হয়।

এ বিষয়ে গ্রেফতারকৃতকে খালিশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সাদী মুজগুন্নীর মৃত আব্দুল মান্নানের ছেলে।

আলমগীর হান্নান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।