কোচিং সেন্টার খোলা রাখায় কারাগারে প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ২২ মার্চ ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশ অমান্য করে শিক্ষার্থীদের কোচিং করানোর দায়ে বরিশাল নগরীর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃন্ময় ব্যাপারীকে তিনদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বেলা ১১টার দিকে টাউন মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। এ সময় প্রধান শিক্ষক মৃন্ময় ব্যাপারী স্কুল ভবনের দোতলায় কোচিং করাচ্ছিলেন। কোচিং অবস্থায় প্রধান শিক্ষককে হাতেনাতে ধরে ফেলেন ম্যাজিস্ট্রেট। পরে ভ্রাম্যমাণ আদালত প্রধান শিক্ষক মৃন্ময়কে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা বলেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে আগামী ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং কোচিং বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। নির্দেশ অমান্য করে টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃন্ময় কোচিং করাচ্ছিলেন। এজন্য তাকে তিনদিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সাইফ আমীন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।