খুলনা থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২৩ মার্চ ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে খুলনা থেকে ঢাকাসহ সকল দূরপাল্লার বাস আগামী বুধবার (২৫ মার্চ) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। খুলনা মটর শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক শ্রমিক সমিতি যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। তবে খুলনার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করবে।

খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বেবী বলেন, করোনাভাইরাসের কারণে খুলনা থেকে ঢাকা, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রামসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল বুধবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করবে।

আলমগীর হান্নান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।