সিলেটে আরও ৩৩৬ জন হোম কোয়ারেন্টাইনে, মার্কেট বন্ধ
সিলেটে নতুন করে হোম কোয়ারেন্টাইনে ৩৩৬ জন। এ নিয়ে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনের মোট সংখ্যা ১৯৫২ জনে পৌঁছেছে।
সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান এ তথ্য জানান।
এর মধ্যে সিলেট জেলায় কোয়ারেন্টাইনে আছেন ৭৭০ জন। সুনামগঞ্জে ২৬৪ জন, হবিগঞ্জে ৪৭৬ জন এবং মৌলভীবাজারে ৪৪৪ জন। তবে অভিযোগ উঠেছে অনেক প্রবাসী হোম কোয়ারেন্টাইন মানছেন না।
এ প্রসঙ্গে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জাগো নিউজকে বলেন, হোম কোয়ারেন্টাইনে যারা আছেন তাদের ব্যাপারে প্রশাসন নজরদারি রাখছে। কেউ কোয়ারেন্টাইনে না থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মার্কেট বন্ধ ও রাস্তাঘাট ফাঁকা
এদিকে, করোনাভাইরাসের আতঙ্কে সোমবার সিলেটে নগরের বিভিন্ন মার্কেট, শপিং মল ও দোকানপাট বন্ধ রাখা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। রাস্তাঘাটও অনেকটা ফাঁকা। তবে নগরের প্রধান পাইকারি বাজার কালিঘাটে গিয়ে দেখা গেছে পেঁয়াজ, আদা, রসুন ও তেল ক্রয় করতে মানুষজন ভিড় করছেন। এলসির পেঁয়াজ ৪৮ টাকা কেজি, চায়না রসুন ১৫৫ টাকা ও দেশি আদা ১১০টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়া নগরের জিন্দাবাজারের আল-হামরা শপিং সিটি, সিলেট মিলেনিয়াম, ব্লু-ওয়াটার শপিং সিটি, বন্দবাজারের মধুবন সুপার মার্কেট এবং নয়াসড়কের সকল মার্কেট বা দোকান বন্ধ রাখা হয়েছে। এসব মার্কেটে কাপড় ও জুতা এবং কসমেটিক্স সামগ্রি বিক্রি হতো।
এর আগে রোববার বিকেলে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগরের ব্যবসায়ীদেরকে মার্কেট বন্ধ করার আহ্বান জানান। নয়াসড়ক বিজনেস অ্য্যাসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আমরা নয়াসড়কের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি সিলেটের সকল দোকানপাট, শপিং সিটি ও মার্কেট অচিরেই বন্ধের সিদ্ধান্ত নিবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ছামির মাহমুদ/এমএএস/এমআরএম