খুলনা মেডিকেলে হবে করোনার পরীক্ষা, ফলাফল মিলবে একদিনেই
করোনাভাইরাস শনাক্তসহ বিভিন্ন নমুনা পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজে (খুমেক) এসে পৌঁছেছে পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর)। তবে করোনা পরীক্ষার কিট এখনও পৌঁছেনি।
সোমবার (৩০ মার্চ) সকালে এসে পৌঁছে পিসিআর। কলেজের তিনতলায় পিসিআর মেশিন স্থাপন করা হয়েছে। পিসিআরের মাধ্যমে করোনায় আক্রান্ত বলে সন্দেহভাজন রোগীর রক্ত, ঘাম পরীক্ষা করা হবে।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, নমুনা সংগ্রহের পর আমরা পিসিআর মেশিনের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষা করতে পারব। ফলাফল একদিনের মধ্যেই পাওয়া যাবে। ঢাকা থেকে বিশেষজ্ঞ আসার পরই মেশিনটি চালু করা হবে। আশা করছি আগামী শনিবার থেকে পরীক্ষা শুরু করা সম্ভব হবে।
কিট না আসা প্রসঙ্গে তিনি বলেন, কিট এখনও আসেনি। তবে কিট নিয়ে কোনো টেনশন নেই। বলামাত্রই চলে আসেবে। কিট ছাড়া তো পরীক্ষা করা যাবে না। কাজেই দ্রুত চল আসবে।
আলমগীর হান্নান/এএম/জেআইএম