রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে নার্স
প্রাণঘাতি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহীতে আইসোলেশনে পাঠানো হয়েছে এক নার্সকে। শনিবার সকালে তাকে রাজশাহীর সংক্রমণ ব্যাধি (আইডি) হাসপাতালে নেয়া হয়।
এর আগে শুক্রবার সকালের দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হন ওই নার্স। তিনি নগরীর একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত ছিলেন।
রামেক হাসপাতালে করোনা চিকিৎসা কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ শনিবার নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি জানান।
তিনি বলেন, সন্দেহভাজন ওই নারী একটি বেসরকারি হাসপাতালের নার্স। রামেক হাসপাতালে ভর্তির পর তাকে পর্যবেক্ষণে রাখা হয়। পরে তাকে আইডি হাসপাতালে পাঠানো হয়। করোনা পরীক্ষার জন্য শনিবার দুপুরে তার নমুনাও সংগ্রহ করা হয়েছে।
তিনি আরো জানান, রামেক হাসপাতালে বর্তমানে শনিবার সকাল পর্যন্ত ১২ জন রোগী পর্যবেক্ষণে আছেন। এদের মধ্যে আজই আটজনকে ছাড়পত্র দেওয়া হবে। বাকি চারজন এখনও পর্যবেক্ষণে রয়েছেন।
নিয়মিত এই সংবাদ ব্রিফিংকালে উপস্থিত ছিলেন রামেক হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. খলিলুর রহমান ও হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস আতাতুর্ক প্রমুখ।
ফেরদৌস সিদ্দিকী/এফএ/এমএস