সিলেটে করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি আরও দুজন
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি হয়েছেন আরও দুজন। এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচজন।
রোববার (০৫ এপ্রিল) সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেক দুজন রোগীকে হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়।
এর আগে জ্বর, সর্দি-কাশি নিয়ে গতকাল শনিবার মৌলভীবাজারের বড়লেখা ও শ্রীমঙ্গল থেকে দুজন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি হন। ভর্তিকৃত রোগীদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুশান্ত মহাপাত্র বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কুলাউড়া থেকে হাসপাতালে ভর্তি দুজনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে।
তিনি আরও বলেন, হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের মধ্যে সিলেটের মধ্যবয়স্ক ব্যক্তি শুক্রবার ভর্তি হয়েছেন। আর বড়লেখার যুবক ভর্তি হয়েছেন শনিবার সকালে। এই দুইজনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তাদের রিপোর্ট রোববার রাতের মধ্যে আসার কথা। শ্রীমঙ্গলের এক কিশোরী সন্ধ্যায় এসে ভর্তি হয়। তার নমুনা রোববার সকালে ঢাকায় পাঠানো হয়। এ রিপোর্ট সোমবার জানা যাবে।
ছামির মাহমুদ/এএম/এমএস