রাজশাহীতে তরুণ আইসোলেশনে
রাজশাহীতে আরো একজনকে আইসোলেশনে নেয়া হয়েছে। নাটোরের বাগাতিপাড়া এলাকার আঠারো বছর বসয়ী ওই তরুণকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান জেলা সিভিল সার্জন। পরে তাকে রাজশাহীর সংক্রামক ব্যাধি (আইডি) হাসপাতালে নেয়া হয়। তবে করোনা রিপোর্ট নেগেটিভ হওয়ায় নগরীর খ্রিস্টান মিশন হাসপাতালের নার্সকে আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে ছেড়ে দেয়া হয়েছে।
সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন করোনা চিকিৎসা টিমের আহ্বায়ক ডা. আজিজুল হক আজাদ।
তিনি জানান, রামেক হাসপাতালের অবজারভেশন ওয়ার্ডে ৫ জন রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থার উন্নতি হওয়ায় সোমবার ছেড়ে দেয়া হবে। আশা করা হচ্ছে বাকি দুজনকে আগামীকাল মঙ্গলবার ছেড়ে দেয়া হবে।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজের করোনা পরীক্ষাগারে সোমবার ৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন ল্যাব প্রধান ডা. সাবেরা গুলনেহার। রাজশাহী বিভাগের ৩১টি নমুনার মধ্যে আছে রাজশাহী জেলার ৬টি, বগুড়ার ৬টি, চাঁপাইনবাবগঞ্জের ১০টি, নাটোরের ৮টি ও নওগাঁর ১টি।
১ এপ্রিল বিশেষ এই ল্যাব চালুর পর মোট ৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
ফেরদৌস সিদ্দিকী/এফএ/এমকেএইচ