সিলেটে নতুন করে কোয়ারেন্টাইনে ১৩ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ০৬ এপ্রিল ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে সিলেটে নতুন করে কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে আরও ১৩ জনকে। বর্তমানে সিলেটে কোয়ারেন্টাইনে রয়েছেন ৫৫৩ জন। ১১৫ জনকে কোয়ারেন্টাইনের মেয়াদ শেষে মুক্ত করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় ১০ মার্চ থেকে কোয়ারেন্টাইনের হিসাব রাখা শুরু করে। সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে রাখাদের মধ্যে সুনামগঞ্জে তিনজন ও মৌলভীবাজারের সাতজন হয়েছেন। এছাড়া আরও তিনজনকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে।

ডা. আনিসুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১১৫ জনকে কোয়ারেন্টাইন থেকে মুক্তি দেয়া হয়েছে। এরা হলেন- সিলেট জেলার ২৭ জন, সুনামগঞ্জের ২৩ জন, হবিগঞ্জের ২৮ জন ও মৌলভীবাজারের ৩৭ জন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে কোয়ারেন্টাইনে থাকা একজনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

তিনি জানান, সিলেট বিভাগে এ পর্যন্ত দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেট নগরে একজন ও মৌলভীবাজারের রাজনগরে একজন রয়েছেন। কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বেশিরভাগই বিদেশফেরত। অন্যরা তাদের পরিবার ও আত্মীয়স্বজন।

ছামির মাহমুদ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।