দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে করোনা পরীক্ষার যন্ত্র চালু
বরিশাল শের-ই-মেডিকেল কলেজে করোনাভাইরাস শনাক্ত করার জন্য পিসিআর যন্ত্র পরীক্ষামূলক চালু করা হয়েছে। তবে রোগীদের নমুনা পরীক্ষা শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার থেকে।
বুধবার (০৮ এপ্রিল) বেলা ১১টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজের একাডেমিক ভবনের দোততলার মাইক্রোবায়োলজি বিভাগে দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে পিসিআর যন্ত্রটি চালু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন ও কলেজ অধ্যক্ষ ডা. অসিত ভূষণ দাস।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অসিত ভূষণ দাস বলেন, পিসিআর যন্ত্রটি পরীক্ষামূলক চালু করা হয়েছে। চালুর পর যন্ত্রটি সঠিকভাবে কাজ করছে কি-না তা চালিয়ে দেখা হয়েছে। তবে নমুনা পরীক্ষা শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার থেকে।
তিনি বলেন, প্রথম কয়েক দিন স্বল্প পরিসরে করোনাভাইরাস শনাক্তের জন্য নমুনা পরীক্ষা করা হবে। কারণ পরীক্ষার কাজে তিনজন চিকিৎসক এবং পাঁচজন মেডিকেল টেকনোলজিস্ট রয়েছেন। টেকনোলজিস্টরা এ বিষয়ে ততটা পারদর্শী নন। ঢাকা থেকে আসা বিশেষজ্ঞরা তাদেরকে করোনা শনাক্ত পরীক্ষার বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন। এক সপ্তাহের প্রশিক্ষণ শেষে প্রতিদিন ৯৪ জন রোগীর নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। পিসিআর যন্ত্র চালু হওয়ায় এখন থেকে বরিশাল বিভাগের ছয় জেলার সন্দেহভাজন করোনা রোগীর নমুনা আর ঢাকায় পাঠানোর প্রয়োজন হবে না। এই যন্ত্র দিয়ে এখানেই পরীক্ষা-নিরীক্ষা করা যাবে।
সাইফ আমীন/এএম/এমএস