সিলেটে নতুন করে ৪০ জন হোম কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৪:২২ পিএম, ১০ এপ্রিল ২০২০

সিলেট বিভাগে নতুন করে আরও ৪০ জনকে কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে বর্তমানে সিলেটে হোম কোয়ারেন্টাইনে আছেন মোট ৬২৩ জন। এছাড়া ১২ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় গত ১০ মার্চ থেকে কোয়ারেন্টাইনের হিসাব রাখা শুরু করে। সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে রাখাদের মধ্যে সিলেট জেলায় ৫৭ জন, সুনামগঞ্জ জেলায় ২৮৯ জন, হবিগঞ্জে ৩০ জন ও মৌলভীবাজার জেলায় ২৪৭ জন আছেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জন হোম কোয়ারেন্টাইনে আনা হয়েছে। কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় ১২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

ছামির মাহমুদ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।