দোকান বন্ধ করতে বলায় ভিডিপি সদস্য পেটালেন ইউপি মেম্বার
রাজশাহীর দূর্গাপুরে দায়িত্বরত গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যকে পিটিয়ে গ্রেফতার হয়েছেন ইউপি সদস্য মেহের আলী (৪৫)। শুক্রবার দুপুরে দূর্গাপুর থানা পুলিশ উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করে।
বিকেলে মারধরের শিকার আনসার সদস্য সেলিম রেজার মামলায় ওই ইউপি সদস্যকে জেল হাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত মেহের আলী উপজেলার কিশমতগনকৈড় ইউনিয়ন পরিষদের সদস্য।
এর আগে সরকারি আদেশে দোকান বন্ধ রাখতে বলায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভিডিপি সদস্য সেলিম রেজাকে পেটান ইউপি সদস্য মেহের আলী ও তার লোকজন। ওই রাতেই তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
এ ঘটনায় শুক্রবার সকালে ইউপি সদস্য মেহের আলীসহ এজাহার নামীয় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন সেলিম রেজা।
দুর্গাপুর থানার ওসি খুরশীদা বানু কণা জানান, অভিযোগ পেয়ে প্রধান আসামি ইউপি সদস্য মেহের আলীকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান চলছে।
ফেরদৌস সিদ্দিকী/এফএ/জেআইএম