আক্রান্ত সেই চিকিৎসকের সংস্পর্শে আসা ১৬ জনের করোনা নেগেটিভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ১০ এপ্রিল ২০২০
প্রতীকী ছবি

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়া সিলেটের সেই চিকিৎসকের সংস্পর্শে আসা ১৬ জনের শরীরে এ ভাইরাস পাওয়া যায়নি। পরীক্ষায় তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।

আক্রান্ত হওয়া এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এ সহকারী অধ্যাপক নিজের সংশ্পর্শে আসা ১৬ জনের তালিকা দেন। এ তালিকায় তার পরিবারের সদস্য, গাড়িচালক, চেম্বারের সহকারী, একটি বেসরকারি হাসপাতালে কর্মরত কয়েকজনসহ মোট ১৬ জন রয়েছেন।

তালিকা পাওয়ার পর গত বুধবার ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত করোনা পরীক্ষাগারে তাদের সকলের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। তবে পরীক্ষায় কারো শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

শুক্রবার সিলেটে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরণ কমিটির সভাপতি এবং ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.মো. ময়নুল হক জানান, করোনা আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে আসা ১৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। আক্রান্ত চিকিৎসক সচেতন মানুষ। শারীরিক অবস্থা বুঝে তিনি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। উপসর্গ দেখা দেয়ার পর থেকেই হোম কোয়ারেন্টাইনে চলে যান। এ কারণে হয়তো কেউ আক্রান্ত হননি।

কলেজের মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ময়নুল হক বলেন, তাদের শরীরে এখনও করোনা সংক্রমণের অস্তিত্ব পাওয়া না গেলেও ঝুঁকিমুক্ত বলা যাবে না। ১৪ দিনের মধ্যে যে কোনো সময় এই ভাইরাসের উপসর্গ দেখা দিতে পারে। তাই আমরা তাদেরকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে বলেছি।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত করা হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ওই সহকারী অধ্যাপককে। এরপর তার সংস্পর্শে আসাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ অবস্থায় তাদের করোনা পরীক্ষা করা হলো।

ছামির মাহমুদ/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।