সামাজিক দূরত্ব নিশ্চিতে হাটহাজারীর সব বাজার এখন স্কুল মাঠে
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকার বাজার স্ব স্ব এলাকার পার্শ্ববর্তী স্কুল মাঠে বসানোর উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।
ইউএনও রুহুল আমিন বলেন, ‘হাটহাজারীতে যেসব কাঁচাবাজার আছে সেগুলোতে ভিড় হচ্ছে। সেখানে গাদাগাদি করে দোকান বসে। লোকজনও গাদাগাদি করে জড়ো হয়ে কেনাকাটা করেন। এতে সংক্রমণের ঝুঁকি প্রবল হওয়ায় বাজার সাময়িকভাবে সরানোর উদ্যোগ নিয়েছি।’
জাগো নিউজকে তিনি বলেন, ‘গতকাল উপজেলার প্রধান বাজারটি পার্শ্ববর্তী পার্বতী স্কুলমাঠে স্থাপনের মাধ্যমে একটি উদাহরণ তৈরি করা হয়। সেখানে প্রতিটি দোকান বসানো হয়েছে একটি আরেকটির থেকে কমপক্ষে ১০ ফুট দূরত্বে। দোকানের সামনে নির্দিষ্ট দূরত্বে সারি মেনে দাঁড়ানোর জন্য বৃত্ত আঁকা হয়েছে। প্রতিদিন ভোর ৫টা থেকে সকাল ১১টা পর্যন্ত বাজার চালু থাকবে। বাজারে তরি-তরকারি, শুকনো খাদ্যদ্রব্য, মাছ-মাংসসহ সবকিছুই পাওয়া যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আজ এ বিষয়ে উপজেলার সব বাজার কমিটির সঙ্গে আলাপ হয়েছে। আগামীকাল থেকে বিভিন্ন এলাকার বাজারগুলো স্ব স্ব এলাকার পার্শ্ববর্তী স্কুলমাঠে বসবে। এক্ষেত্রে চৌধুরী হাট বাজার বসবে ফতেয়াবাদ স্কুলমাঠে, সরকার হাট বাজার বসবে মির্জাপুর স্কুলমাঠে, কাটির হাট বাজার বসবে কাটিরহাট স্কুলমাঠে ও মদনহাট বাজার বসবে নিকটবর্তী স্কুলমাঠে।’
আবু আজাদ/বিএ/এমকেএইচ