বরিশালে দুই বৃদ্ধ করোনায় আক্রান্ত
বরিশাল জেলায় দুই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত দুই ব্যক্তি পুরুষ।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। তিনি জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, এর আগে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) এবং বরিশিাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ল্যাবে জেলার যতগুলো নমুনা পাঠানো হয়েছে, সবগুলোর ফলাফল এসেছে নেগেটিভ। তবে রোববার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় দুজনের পজিটিভ পাওয়া গেছে।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান আরও জানান, নমুনায় করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া দুইজনই পুরুষ। একজনের বাড়ি জেলার বাকেরগঞ্জ উপজেলায়। বয়স ৬৫ বছর। অপরজনের বাড়ি মেহেন্দীগঞ্জ উপজেলায়। তার বয়স ৬০ বছর। জেলায় প্রথমবারের মতো ওই দুই ব্যক্তির করোনা শনাক্ত হলো। আক্রান্ত দুই ব্যক্তির বাড়ির আশপাশের এলাকা লকডাউনের প্রক্রিয়া চলছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্বর, সর্দি ও কাশি নিয়ে ওই দুই ব্যক্তি ৩/৪ দিন আগে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। তারা বর্তমানে আইসোলেশনে আছেন। ওই দুই ব্যক্তির নমুনা সংগ্রহ করে গত শনিবার শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল।
সাইফ আমীন/এমএএস/এমকেএইচ