সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসক লাইফ সাপোর্টে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০২:৪৩ পিএম, ১৩ এপ্রিল ২০২০

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া সেই চিকিৎসকের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বর্তমানে তাকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিসের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. আনিসুর রহমান বলেন, সিলেটের করোনা আক্রান্ত চিকিৎসক ঢাকায় লাইফ সাপোর্টে আছেন। রোববার পর্যন্ত তার অবস্থা ভালো ছিল। কিন্তু সোমবার সকাল থেকে হঠাৎ করে তার অবস্থার অবনতি হয়। এজন্য তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। সঙ্গে তার চিকিৎসক স্ত্রী আছেন।

গত ৫ এপ্রিল সিলেটে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত হিসেবে ওই চিকিৎসককে শনাক্ত করা হয়। ৭ এপ্রিল রাতে অ্যাম্বুলেন্সযোগে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নেয়া হয়। পরে তার পরিবারের ইচ্ছায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়।

ছামির মাহমুদ/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।