চাঁদপুরে দুস্থদের খাদ্যসামগ্রী দিল নাছিমা-মোফাজ্জল ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০১ পিএম, ১৫ এপ্রিল ২০২০

চাঁদপুরের মতলব উত্তরে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে নাছিমা-মোফাজ্জল ফাউন্ডেশন। বুধবার সকালে ঠেটালিয়া গ্রামে ফাউন্ডেশনের সভাপতি মোফাজ্জল হোসেন মাস্টারের নেতৃত্বে শতাধিক পরিবারের মধ্যে চাল, আলু, মুড়ি, ছোলা বট, চিনি, খেঁজুর বিতরণ করা হয়।

এ ছাড়া করোনাভাইরাস থেকে রক্ষায় সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

নাছিমা -মোফাজ্জল ফাউন্ডেশনের সভাপতি মোফাজ্জল হোসেন মাস্টার সাংবাদিকদের বলেন, করোনাভাইরাসের থাবায় পুরো বিশ্ব আজ থমকে গেছে। মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এ অবস্থায় দুস্থদের পাশে দাঁড়ানো অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। তারই ধারাবাহিকতায় সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা সহায়তা করার চেষ্টা করেছি। আমাদের এ সহায়তা অব্যাহত থাকবে।

এ দুর্যোগ মুহূর্তে তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। প্রসঙ্গত, ফাউন্ডেশনটি শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি ও মানব সেবায় ২০১৮ সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে।

এমএইচএম/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।