রামেকের ল্যাবে একদিনে ৫ করোনা রোগী শনাক্ত
একদিনেই রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে পাঁচজনের করোনাভারাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে রাজশাহীর মোহনপুরের এক নারী, পাবনার চাটমোহরের একজন, বগুড়ার আদমদীঘির একজন ও জয়পুরহাটের দুইজন রয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে স্বাস্থ্য অধিদফতরের রাজশাহী বিভাগীয় পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য এ তথ্য নিশ্চিত করেছে।
১৬ এপ্রিল পর্যন্ত রামেকের ল্যাবে ৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজশাহীর মোহনপুর, বগুড়া, পাবনা ও জয়পুরহাটে এই প্রথম করোনা রোগী শনাক্ত হলো।
এ বিষয়ে রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার হরিদাগাছী এলাকায় ওই নারীর বাড়ি। তার বয়স ২৪ বছর। তিনি নারায়ণগঞ্জ থেকে ফিরেছেন গত ৯ এপ্রিল। কিন্তু তার শরীরে করোনার কোনো উপসর্গই প্রকাশিত হয়নি। সর্দি-জ্বর বা কাশিও ছিল না। কিন্তু নারায়ণগঞ্জ থেকে ফেরায় তার নমুনা সংগ্রহ করে টেস্ট করা হয়।
স্বাস্থ্য অধিদফতরের রাজশাহী বিভাগীয় পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য জানান, রাজশাহী মেডিকেল কলেজের করোনা ল্যাবের প্রতিবেদন সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। তারা নিজ নিজ এলাকায় লকডাউন ও চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।
রাজশাহীর জেলা প্রশাসক মো. হামিদুল হক জানান, মোহনপুরে সংক্রমিত নারীর বিষয়ে উপজেলা থেকে একটি প্রতিনিধি দল যাচ্ছে। তারা অবস্থা বিবেচনা করে লকডাউনসহ পরবর্তী ব্যবস্থা নেবেন।
ফেরদৌস সিদ্দিকী/আরএআর/পিআর