রংপুরের ৪ জেলায় সাতজন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৭:২১ পিএম, ১৭ এপ্রিল ২০২০

রংপুর বিভাগের ৮ জেলাতেই মরণঘাতী করোনাভাইরাস হানা দিয়েছে। সর্বশেষ পঞ্চগড় জেলাতেও একজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

শুক্রবার দিনব্যাপী রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে পঞ্চগড় জেলার একজনসহ দিনাজপুরে একজন, ঠাকুরগাঁওয়ে দুইজন এবং নীলফামারীতে তিনজন শনাক্ত হয়েছেন।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আমিন আহমেদ খান। এ নিয়ে রংপুর বিভাগে মোট করোনা আক্রান্ত বেড়ে ৪৫ জনে দাঁড়াল।

এদের মধ্যে গাইবান্ধায় ১৩ জন, দিনাজপুরে ৯, নীলফামারীতে ৯, ঠাকুরগাঁওয়ে ৫, রংপুরে ৪, লালমনিরহাটে ২, কুড়িগ্রামে ২ এবং পঞ্চগড়ে ১ জন রয়েছেন।

এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।