সিলেটে তাপমাত্রা মেপে গাড়িচালকদের প্রবেশ করাচ্ছে পুলিশ
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সিলেট জেলার পাঁচটি প্রবেশদ্বারে ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মেপে মালবাহী ও জরুরি সেবায় নিয়োজিত গাড়ির চালক প্রবেশ করাচ্ছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট জেলা গত ১১ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা হয়। তারপর থেকে সিলেট জেলার পাঁচটি প্রবেশদ্বারে চেকপোস্ট বসিয়ে কড়াকড়ি আরোপ করে জেলা পুলিশ। সেই প্রেক্ষিতে সোমবার থেকে সিলেট জেলার প্রবেশ এবং বের হওয়ার পাঁচটি স্থানে ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মেপে গাড়ি চালকদের প্রবেশ করাচ্ছেন জেলা পুলিশের সদস্যরা।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর থানার শেরপুর টোলপ্লাজা, বিশ্বনাথ থানার সিলেট-সুনামগঞ্জ সড়কস্থ মহাতাবপুর পয়েন্ট, বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কস্থ মিয়াবাজার পয়েন্ট, ফেঞ্চুগঞ্জ থানার মৌলভীবাজার-সিলেট সড়কস্থ পালবাড়ি পয়েন্ট এবং বিয়ানীবাজার থানার বিয়ানীবাজার-বড়লেখা সড়কস্থ বরইগ্রাম পয়েন্টে নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্য জরুরি পরিবহনের সঙ্গে যুক্ত যানবাহনের ড্রাইভারদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, জেলা লকডাউন ঘোষণার পর থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক ব্যতীত অন্য কোনো যানবাহন সিলেট জেলায় প্রবেশ করতে বা বের হতে দেয়া হচ্ছে না। নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী যানবাহনের চালকরা যদি জ্বরে আক্রান্ত থাকে তবে সরকারি নির্দেশ মোতাবেক নির্দিষ্ট হাসপাতালে পাঠানো হচ্ছে। এদের মাঝে কেউ যদি করোনায় আক্রান্ত থাকে, তাদের মধ্য থেকে যেন অন্যরা সংক্রমিত না হয় সেজন্য আমরা এ ব্যবস্থা গ্রহণ করেছি। করোনাভাইরাস প্রতিরোধে প্রত্যেক থানায় আগত সেবা প্রত্যাশী এবং পুলিশ সদস্যদের তাপমাত্রা পরিমাপের জন্য আধুনিক এই থার্মোমিটার ব্যবহার করা হচ্ছে।
ছামির মাহমুদ/আরএআর/জেআইএম